Login Register
মুগ্ধবাংলা বিশেষ মৌসুমী সংখ্যা ১৪৩১

আমি অত্যন্ত দুঃখিত যে, প্রতি বছরের মত এবার মুগ্ধবাংলার বিশেষ নববর্ষ সংখ্যা প্রকাশ করতে পারিনি। কিছু ব্যক্তিগত ব্যস্ততা আর কিছুটা মুগ্ধবাংলার সফটওয়ার আপগ্রেডের জন্য অন্যদিকে মন দিতে পারিনি। নববর্ষ সংখ্যার কথা যখন মাথায় এল, তখন এত দেরী হয়ে গেছে, যে সীমিত সময়ে করে ফেলতে পারব, এ দুঃসাহস দেখানোরও ক্ষমতা নেই আমার। তাই বাধ্য হয়ে নববর্ষ সংখ্যা বের করতে পারলাম না।

কিছুটা গ্লানি থেকেই সিদ্ধান্ত নিলাম, এইবার মুগ্ধবাংলার মৌসুমী সংখ্যা প্রকাশ করব আর বের করব আগামী আষাঢ়ের প্রথম সপ্তাহে। প্রচন্ড গরম, মাত্র সকালে ঘন্টা দুয়েক আর রাত্রে ঘন্টা তিনেক সময় পিসি চালাতে পারছি। ফলে এই সীমিত সময়ে বেশী কমিকস হয়ত দিতে পারব না এই মৌসুমী সংখ্যায়। কিন্তু তবুও আশা করি এই সংখ্যাটি পেয়ে সম্মানিত পাঠকগন কিছুটা আনন্দ পাবেন

29th April, 2024 7:39 PM
Comments
No Comments!
Blacklist Terms About Us
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)